Tuesday, June 30, 2020

বয়কট চায়না (Boycott China)

Boycott China

সম্প্রতি ভারত সরকার দ্বারা চীনের যে 59 টি অ্যাপ এর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা বর্তমান পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

এই  অ্যাপ গুলি যে মানুষের প্রাত্যহিক জীবনে ভীষণ ভাবে কাজে লাগে তা নয় তবে একথা ঠিক এর মধ্যে এমন কিছু অ্যাপস রয়েছে যা বর্তমান যুব সমাজকে একটি মুবি সমাজে অধঃপতন করেছে। এক্ষেত্রে আমরা টিক টক অ্যাপ এর কথা বলতে পারি ।

এর মধ্যে কিছু অ্যাপ আছে যে অ্যাপ গুলির অনেক বিকল্প আমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাব যাতে আমাদের ব্যক্তিগত তথ্য অনেক সুরক্ষিত থাকবে।


No comments:

Post a Comment

শিক্ষক দিবস

শিক্ষক দিবস Teacher's Day আজকে শিক্ষক দিবস। আজকেই আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন। রাষ্ট্রপতি হলেও তিনি একজন ...