"নানা জায়গায় প্রকৃতির নানা সম্পদ"
ক্লাস : পঞ্চম শ্রেণি । পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী।
![]() |
নানা জায়গায় প্রকৃতির নানা সম্পদ |
তোমরা যারা ক্লাস ফাইভে পড়ো তোমাদের
"আমাদের পরিবেশ" বইতে পরিবেশ ও সম্পদ চ্যাপ্টারের অন্তর্গত একটি চ্যাপ্টার এর নাম
"নানা জায়গায় প্রকৃতির নানা সম্পদ"।
"আমাদের পরিবেশ" বইতে পরিবেশ ও সম্পদ চ্যাপ্টারের অন্তর্গত একটি চ্যাপ্টার এর নাম
"নানা জায়গায় প্রকৃতির নানা সম্পদ"।
এই চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করার আগে চ্যাপ্টারের যে নাম রয়েছে "নানা জায়গায় নানা সম্পদ" এর অর্থ টা আমরা একটু বুঝে নেব। দেখো নানা জায়গা মানে আমাদের পৃথিবী তারমধ্যে আমাদের প্রিয় ভারতবর্ষ অবশেষে আমাদের রাজ্য ।এই রাজ্যের তথা ভারত বর্ষ বা পৃথিবীর বিভিন্ন জায়গায় নানান সম্পদ পাওয়া যায়। এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন জানতে ইচ্ছা করছে সেটা হলো
সম্পদ কাকে বলে ?
সম্পদ হলো যা মানুষের কাজে লাগে অর্থাৎ সেটা কোন বস্তু বা পদার্থ হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু তার একটা চাহিদা থাকতে হবে তবেই তাকে বলবে সম্পদ।
যেমন ধরো কয়লা একটি বস্তু আমাদের কাজে লাগে তাই সম্পদ আবার আমাদের শিক্ষা দীক্ষা জ্ঞান এইগুলো কিন্তু কোন বস্তু বা পদার্থ নয় কিন্তু এইগুলোও সম্পদ।
এবার আমরা জেনে নেব
পশ্চিমবঙ্গে কিকি সম্পদ পাওয়া যায় ?
এবং
এই সম্পদ গুলো কোথায় কোথায় পাওয়া যায়?
খনিজ সম্পদ উত্তোলনে পশ্চিমবঙ্গ ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য ।পশ্চিমবঙ্গের যে খনিজ সম্পদ পাওয়া যায় তার 99%ই হলো কয়লা ।
আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে কয়লা ছাড়াও যে সম্পদ গুলো পাওয়া যায় তার নাম হলো আকরিক লোহা ,বিভিন্ন প্রকার পাথর ,চুনাপাথর ,ডলোমাইট, ফায়ার ক্লে, চিনামাটি, তামা, এবং অল্প পরিমাণে প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল ।
এছাড়া পার্বত্য মালভূমি অঞ্চল ও সুন্দরবনের বিস্তীর্ণ বনভূমিও সম্পদের উদাহরণ হিসাবে বলতে পারি।
এবার আলোচনায় আসি যে -পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কি কি সম্পদ পাওয়া যায় ?
কয়লা উত্তোলনের পশ্চিমবঙ্গ ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য। বর্ধমান, রানীগঞ্জের মোটামুটি 228 টি কয়লা খনি থেকে এই কয়লা উত্তোলনের কাজ করা হয়।এছাড়া উন্নত বিটুমিনাস কয়লাও পাওয়া যায় রানীগঞ্জ ,সাঁওতালডিহি , কুলটি, বরাকর প্রভৃতি অঞ্চলে।
এছাড়া দার্জিলিংএ লিগনাইট কয়লার খনিও আছে।
বাঁকুড়ার মেজিয়া ও বীরভূমের মোহাম্মদ বাজারের পাওয়া যায় চিনামাটি ।
সিমেন্ট শিল্পে ব্যবহৃত চুনাপাথর বাঁকুড়া , পুরুলিয়া , দার্জিলিং এবং জলপাইগুড়িতে খনন করা হয় ।
এছাড়া তামার খনি আছে জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে ।
বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং দার্জিলিংয়ে স্বল্প পরিমাণে নিম্নমানের লোহা খনির সন্ধান পাওয়া গেছে।
অল্পবিস্তর ম্যাঙ্গানিজ পাওয়া যায় ঝাড়গ্রাম অঞ্চলে, পশ্চিম মেদিনীপুর , পুরুলিয়া এবং বর্ধমানে।
ডলোমাইটের উত্তোলন করা হয় ডুয়ার্স ও জলপাইগুড়ির অঞ্চলে ।
এতক্ষণ যে সম্পদগুলোর আলোচনা করছিলাম সবগুলোই কিন্তু প্রাকৃতিক সম্পদের অন্তর্গত এবং এগুলোকে প্রাকৃতিক সম্পদ বলে।
এছাড়া আরো অনেক প্রকার সম্পদ আছে যেমন ধরো অর্থনৈতিক সম্পদ ,দেশীয় সম্পদ আন্তর্জাতিক সম্পদ প্রভৃতি।
যেমন ধরো সমুদ্র এটা কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে পড়ে।
আবার বনভূমি, সমুদ্রের মাছ এই সম্পদগুলো কে বলে পুনর্ভব সম্পদ কারণ এই সম্পদগুলো কোনদিন ফুরিয়ে যাবে না যেমন কয়লা একটি গচ্ছিত সম্পদ এই সম্পদ একদিন ফুরিয়ে যেতে পারে।
তেমনি ধরো সূর্যকিরণ বাতাস এইগুলো কিন্তু অফুরন্ত সম্পদ এমনকি যে মাটিতে তুমি দাঁড়িয়ে আছো বা যার ওপর আমাদের সোনার ফসল ফলছে সেই মাটিও কিন্তু সম্পদের উদাহরণের মধ্যেই পড়ে ।
তোমরা ওপরের আলোচনা থেকে সম্পদ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানলে আর এটাও জানলে যে সব সম্পদ কিন্তু একই জায়গায় পাওয়া যায় না ।এই সম্পদগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ।মানুষ এইগুলোর খোঁজ করে ,এইগুলো কে কাজে লাগায় এক্ষেত্রে মানুষকে সহায়তা করে মানুষের শিক্ষা জ্ঞান বুদ্ধি প্রযুক্তি অর্থাৎ মানুষের বিভিন্ন যন্ত্রপাতি প্রভৃতি ।মানুষের এই জ্ঞান ও প্রযুক্তির দ্বারাই কিন্তু নতুন নতুন সম্পদের সৃষ্টি হয় এবং আমরা সহজভাবে ব্যবহার করতে পারি।
এবার তোমাদের এই সম্পদ সম্পর্কে কিছু প্রশ্ন করব সেগুলো উত্তর করে আমাকে পাঠিয়ে দাও।
1)সম্পদ কাকে বলে?
2) মাটি কেন সম্পদ ?
3) পশ্চিমবঙ্গের কোথায় লালমাটি দেখা যায়?
4) লালমাটি অঞ্চলে কেন ধান চাষ হয় না?
5) লালমাটি অঞ্চলে কি আছে যে মানুষের কাজে লাগে?
6) পাহাড়ি অঞ্চলের শক্ত পাথর দিয়ে আমরা কি কি কাজ করতে পারি?
7) কার্শিয়াং অঞ্চলের কি রকম ভূমিরূপ দেখা যায়?
8) কার্শিয়াং অঞ্চলে কি ফসল চাষ করা হয়?
9) কোথায় চা বাগান রয়েছে?
10) ভূমি বা জঙ্গলকে কেন আমরা সম্পদ বলবো?
11) পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কয়লা পাওয়া যায়?
12) ইট ভাটার ইট পোড়ানোর জন্য আমরা কোন সম্পদ ব্যবহার করি?
13) প্রাকৃতিক সম্পদ কাকে বলে?
14) কয়লা সম্পদের চারটি ব্যবহার লেখ?
15) ধান চাষ করতে গেলে কিরকম জমির প্রয়োজন?
16) কয়লা ছাড়া পশ্চিমবঙ্গে আর কি কি সম্পদ পাওয়া যায়)
17) কয়লা উত্তোলনের পশ্চিমবঙ্গের স্থান কত?
18) তোমার বাড়ির আশেপাশে কোন সম্পদ পাওয়া গেলে তার নাম লেখ।
19) সূর্য কিরণ একটি কি সম্পদ?
20) কয়লা কি ধরনের সম্পদ?
No comments:
Post a Comment