Tuesday, May 12, 2020

এশিয়া ( Asia)

এশিয়া ( Asia)

কাদের জন্য প্রয়োজনীয়: বিভিন্ন চাকরির পরীক্ষা ।

ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সপ্তম শ্রেণির জন্য

আজকের পড়ানো শুরু করার আগে তোমাদের কাছে কয়েকটি প্রশ্ন করব।

বলতো

পৃথিবীর ছাদ কোন মালভূমিকে বলে ?
আমাদের স্থলভাগের উচ্চতম অংশের নাম কি ?
পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কাকে বলে ?
অথবা পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি? 

এগুলোর উত্তর তোমাদের জানা থাকলে ব্লগের কমেন্ট সেকশনে উত্তর গুলো লিখে পাঠাও ।
এই প্রশ্ন গুলোর মধ্যে একটা কমনব্যাপার হল এইগুলো সবই এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত।


Asia Tutorial for students
Asia
আমরা যদি পৃথিবীর মোট স্থলভাগকে তিনটি ভাগে ভাগ করি তাহলে সেই স্থল ভাগের এক ভাগ জুড়ে রয়েছে এই এশিয়া মহাদেশ ।এই মহাদেশের আয়তন এতই বড় যে যদি চারটে  ইউরোপ মহাদেশ একসঙ্গে মিলিয়ে দাও অথবা দেরখানা আফ্রিকা মহাদেশ একসঙ্গে জুড়ে দাও তাহলে যে আয়তন হবে সেই আয়তনই হল এশিয়া মহাদেশের আয়তন ।
স্বাভাবিকভাবেই এই মহাদেশের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে  ।
যেমন এই মহাদেশে রয়েছে সুউচ্চ পর্বত শ্রেণী।
 বিশাল বিশাল মালভূমি আর বহুদূর প্রসারিত সমভূমি ও মরুভূমি এবং তার সঙ্গে রয়েছে বহু উর্বর নদী উপত্যকা এইজন্যই মহাদেশকে বলা হয় চরম বৈশিষ্ট্যের মহাদেশ।
এবার আমরা জেনে নেব এই এশিয়া মহাদেশের এশিয়া কথাটি কিভাবে উৎপত্তি হয়েছিল।




  • এই এশিয়া মহাদেশ  শব্দটা এসেছিল গ্রিক সভ্যতা থেকে।
  •  আবার কেউ কেউ বলেন এশিয়া শব্দটি এসেছিল ল্যাটিন সাহিত্য থেকে ।
  • আবার কোথাও একথাও বলা হয়েছে  যে রোমান সভ্যতা থেকে নাকি এই এশিয়া কথাটি উদ্ভব হয়েছিল যার অর্থ ছিল অস্থিরতা ।
  • বিখ্যাত ধ্রুপদী লেখক প্লিনির বইতেও এশিয়া শব্দটি আমরা দেখতে পাই ।
  • তবে এশিয়ার শব্দটা যেভাবেই উদ্ভব হোক না কেন এশিয়া মহাদেশের কতকগুলি গুরুত্ব রয়েছে যেমন ধরো পৃথিবীর থার্টি পার্সেন্ট লোক এই এশিয়া মহাদেশেই বসবাস করে সিল্করুট ,মালাক্কা প্রণালী, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল আর একটু অন্যভাবে বলতে গেলে এশিয়া মহাদেশ কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন পারসিক শিখ কনফুসিয়াস প্রভৃতি বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের জন্মস্থান।

এবার এই মহাদেশের কিছু ঐতিহাসিক গুরুত্বের কথা বলি
যিশুখ্রিস্টের জন্মের 3500 থেকে 5000 বছর আগে এশিয়ার বড় বড় নদী গুলোর উপত্যাকায় অনেক নদীমাতৃক সভ্যতার জন্ম হয়েছিল ।
তোমরা হরপ্পা মহেঞ্জোদারো ও সিন্ধু সভ্যতার নাম তো অবশ্যই শুনেছো ।
সেগুলো কিন্তু এই মহাদেশের সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল ।
তেমনি ধরো টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী উপত্যকায় উন্নত মেসোপটেমিয়া সভ্যতার উদ্ভব হয়েছিল ।
বর্তমানে যেখানে তুরস্ক এবং ইরাক রয়েছে সেখানেও কিন্তু সুমের সভ্যতা গড়ে উঠেছিল ।
তাহলে তোমরা এশিয়া মহাদেশের কিছু হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স এর কথা শুনলে ।
Asia Tutorial for Students
Asia Latitude & Longitude

এবার আমরা জানবো এশিয়া মহাদেশে অবস্থান সম্পর্কে এই হলো আমাদের পৃথিবী ।এই পৃথিবীর মধ্যে যে সাতটি মহাদেশ রয়েছে তারই মধ্যে অন্যতম আমাদের এশিয়া মহাদেশ ।

যদি এর আমরা অক্ষাংশ এবং দ্রাঘিমা গত অবস্থান লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব এটি 1 ডিগ্রি 16 মিনিট দক্ষিণ অক্ষাংশ থেকে 77 ডিগ্রি 44 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত বৃস্তিত এবং 170 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 26 ডিগ্রী পূর্ব  দ্রাঘিমা পর্যন্ত বৃস্তিত । আমরা অবস্থান সম্পর্কে জানলাম এবার জানব এশিয়া মহাদেশের সীমা কত দূর বিস্তৃত অর্থাৎ এর সীমানা ।
এই মহাদেশের পূর্ব দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর পশ্চিমে ভূমধ্যসাগর কাস্পিয়ান সাগর উত্তর সুমেরু মহাসাগর ও দক্ষিণ ভারত মহাসাগর।

পৃথিবীর সবথেকে বড় এই মহাদেশের আয়তন 44 লক্ষ্য 57 হাজার 900 বর্গ কিলোমিটার।
এখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে সেটা হল এশিয়া মহাদেশর পশ্চিম দিকের সীমায় আরেকটি মহাদেশ শুরু হচ্ছে তার নাম ইউরোপ। এই দুই মহাদেশের মাঝে রয়েছে ইউরাল পর্বত এবং ইউরাল নদী।
 আবার এশিয়া ও আফ্রিকাকে আলাদা করেছে লোহিত সাগর ও সুয়েজ খাল । 
পৃথিবীর বৃহত্তম এই এশিয়া মহাদেশের দেশের সংখ্যাও কিন্তু বেশি এখানে ছোট-বড় মিলিয়ে মোট 49টি দেশ রয়েছে । এসো এই দেশগুলোর নাম আমরা একবার চোখ বুলিয়ে নিই। এই দেশগুলো যেমন রয়েছে তেমনি রয়েছে এই দেশ গুলির কিছু বিখ্যাত বিখ্যাত শহর যেমন দিল্লি-কলকাতা বেজিং টোকিও করাচি লাহোর প্রভৃতি।
আর এই বৃহত্তম মহাদেশে মোট জনসংখ্যার পরিমাণ 4,560,667,108  যা প্রতি বর্গ কিলোমিটারে 100 জন লোক বাস করে।


এবার আমরা জানবো এশিয়া মহাদেশের কি রকম জলবায়ু রয়েছে তোমরা নিশ্চয়ই জানো কোন অঞ্চলের জলবায়ু পার্থক্যের কারণ প্রধানত হয়ে থাকে অক্ষরেখার অবস্থান উচ্চতার তারতম্য ,আর সেই অঞ্চলটি  সমুদ্র থেকে কত দূরে রয়েছে তার ওপর নির্ভর করে।
 এশিয়া মহাদেশ যেহেতু একটি বড় মহাদেশ এবং এই তিনটি বৈশিষ্ট্য চরম ভাবে থাকার কারণে এখানকার জলবায়ু কিন্তু বৈচিত্র ধরনের এখানে প্রধানত যে জলবায়ু গুলো  লক্ষ্য করা যায় সেগুলো হল নিরক্ষরেখা বরাবর প্রধানত নিরক্ষীয় জলবায়ু ,এছাড়া মৌসুমী জলবায়ু, আবার চীন জাপানে চীন দেশীয় জলবায়ু আবার এশিয়া মহাদেশের ভূমধ্যসাগরে পাশে যে সমস্ত দেশ যেমন তুরস্ক ইসরাইল প্রভৃতি দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ করা যায়
আবার এশিয়া মহাদেশের একেবারে পশ্চিম দিকে যেখানে আরবের দেশগুলি রয়েছে এমনকি পাকিস্তান এবং ভারতের কিছু জায়গা উষ্ণ মরু জলবায়ু দেখা যায়। আবার এশিয়া মহাদেশের আরো উত্তরে সুমেরু বৃত্তের কাছাকাছি আমরা সাইবেরিয়া জলবায়ু দেখতে পাবো।
তাহলে এশিয়া মহাদেশের জলবায়ু সম্পর্কে আমরা জানলাম এর সঙ্গে আরেকটা বিষয় কিন্তু অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত  সেটা হলো 
স্বাভাবিক উদ্ভিদ যেমন ধরো আমি আগে বলেছি নিরক্ষীয় জলবায়ুর কথা।
এই জলবায়ু অঞ্চলে  যেসব উদ্ভিদ জন্মায়  তাকে নিরক্ষীয় স্বাভাবিক উদ্ভিদ বলবে ।নিরক্ষীয় অঞ্চলে আমরা জানি সারা বছর বৃষ্টিপাত হওয়ার কারণে এখানে  চিরহরিৎ উদ্ভিদ জন্মায় ।এখানকার প্রধান প্রধান উদ্ভিদ গুলি হল রোজ উড আয়রন উড সেগুন রবার সিঙ্কোনা ।
মৌসুমী জলবায়ু অঞ্চলে চিরসবুজ ও পর্ণমোচী অরণ্য দেখা যায় । এখানকার প্রধান প্রধান উদ্ভিদ গুলি হল আম জাম মেহগিনি বাস শাল সেগুন বট শিশু।
ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে যে গাছ গুলো জন্মায় তা হল  জলপাই আঙ্গুর লেবু কর্ক অক ও অলিভ অয়েল । 
আবার মরু অঞ্চলে প্রধানত কাটা জাতীয় উদ্ভিদ জন্মায়  যেমন ধরো ক্যাকটাস ফনিমনসা ।
পরের ভিডিওতে এশিয়া মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এর জন্য এডুটেক টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ।

আজকের এই ভিডিওতে আমি এশিয়া মহাদেশের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো না শুধু জানার জন্য কয়েকটা পর্বত এবং মালভূমির নাম জেনে নেব

যেমন পর্বত শ্রেনীর মধ্যে হিমালয় পর্বত শ্রেণী যার প্রধান শৃঙ্গ মাউন্ট এভারেস্ট , কারাকোরাম সুলেমান হিন্দুকুশ প্রভৃতি।
 মালভূমির মধ্যে রয়েছে পামির মালভূমি ডেকানট্রাপ মালভূমি আরবের মালভূমি  ইন্দোচীন মালভূমি প্রভৃতি আর সমভূমির মধ্যে রয়েছে গাঙ্গেয় বদ্বীপ সমভূমি ইয়াংসিকিয়াং সমভূমি, সাইবেরিয়া সমভূমি মেসোপটেমিয়া সমভূমি প্রভৃতি।

আমরা পাহাড় পর্বত মালভূমি নাম শুনলাম এবং এই পাহাড় পর্বত মালভূমি থেকে সৃষ্টি হয় বেশিরভাগ নদী
এশিয়া মহাদেশের নদনদীগুলির প্রবাহ অনুসারে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে উত্তরদিক থেকে প্রবাহিত নদী আরেকটি হচ্ছে দক্ষিণ দিক থেকে প্রবাহিত নদী এবং সবশেষে পূর্ব দিক থেকে প্রবাহিত নদী । তোমরা ভিডিওতে এশিয়া মহাদেশের মানচিত্রের মধ্যে নদীগুলোর অবস্থান দেখে নাও।
এই মহাদেশের সবথেকে দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংসি কিয়াং । এই নদীটি কুয়েনলুন পর্বত এর দক্ষিনে  গলো ডান ডং পর্বত থেকে সৃষ্টি হয়েছে এবং চীন সাগরে এই নদী পতিত হয়েছে।

এবার আমরা জানবো এশিয়া মহাদেশের সম্পদ সম্পর্কে ।খনিজ সম্পদে পরিপূর্ণ এশিয়া মহাদেশ কারণ একদিকে যেমন এখানে আরব দেশগুলোতে প্রচুর পরিমাণে খনিজ তেল পাওয়া যায় তেমনি ভারত এবং চীনে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং আকরিক লোহা ও কয়লা ।
এশিয়ার খনিজ তেল উৎপাদক অঞ্চল গুলো হল সৌদি আরব ইরান ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরশাহী প্রভৃতি এবং সৌদি আরবের ঘাওয়ার বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র এবং সাফানিয়া বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি
এশিয়া মহাদেশ খনিজ সম্পদে সমৃদ্ধ সেইজন্য এশিয়ার কয়েকটি দেশে বিখ্যাত বিখ্যাত শিল্পাঞ্চল সৃষ্টি হয়েছে যেমন ধরো জাপানের টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চল।

এই ব্লগে এশিয়ার বিভিন্ন বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলাম পরবর্তীতে এই বিষয়গুলিকে নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব।

আশাকরি ওপরের আমার এই ব্লগ টি পড়ে তোমরা এশিয়া মহাদেশ সম্পর্কে কিছুটা বুঝতে পেরেছ এরপরে তোমরা বইটা বেশ খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো তারপরে
নিচের প্রশ্নগুলির উত্তর দাও।

1) এশিয়া পৃথিবীর কততম বৃহত্তম মহাদেশ ?
2) এশিয়া মহাদেশে মোট দেশের সংখ্যা কয়টি ?
3) পৃথিবীর সর্ববৃহৎ জনবহুল দেশ টির নাম কি?
4) নিরক্ষীয় বনভূমি এশিয়ার কোন কোন অঞ্চলে দেখা যায়?
5) ভারতবর্ষ এশিয়ার কোন জলবায়ুর অন্তর্গত ?
6) এশিয়ার দেশগুলোর মধ্যে সবথেকে বেশি কোন দেশে রয়েছে?
7)এশিয়ার বৃহত্তম শহরের নাম কি?
8)এশিয়ায় কোন কোন ধর্মাবলম্বী মানুষেরা বসবাস করেন?
9) এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি?
10) এশিয়ার দীর্ঘতম মরুভূমি কোন দেশে অবস্থিত?
11) এশিয়ার কোন নদী সবথেকে বেশি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
12) নিরক্ষীয় বনভূমির উদ্ভিদ গুলি কি কি কাজে ব্যবহৃত হয়?
13) জাপান এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত?
14) ইউরোপ ও এশিয়া কে বিভক্ত করেছে কোন নদী?
15) এশিয়াকে চরম বৈচিত্রের মহাদেশ বলা হয় কেন তার স্বপক্ষে পাঁচটি যুক্তি দেখাও।
16) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে জন্মায় ( চিরহরিৎ কাঁটাঝোপ পর্ণমোচী/ ম্যানগ্রোভ অরণ্য) ।
17) চিন সভ্যতার আঁতুড়ঘর কাকে বলে?
18) ল্যাভেন্ডার ও রোজমেরি জাতীয় উদ্ভিদ কোন জলবায়ুতে জন্মায়?
19) এশিয়ার দক্ষিণের প্রাচীন মালভূমি গুলির নাম লেখ।
20) স্বর্ণ রেনুর নদী বলে (ইয়াংসিকিয়া/ ইনিসি/ হোয়াংহো )নদীকে।
21) পামির গ্রন্থি থেকে নির্গত দুটি পর্বতের নাম লেখ।
22) এশিয়ার উত্তর বাহিনী নদী গুলি বন্যা প্রবণ কেন?
23) বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি________।
24) ওপেক এর প্রধান উদ্দেশ্য কি?
25) তিব্বত মালভূমি কোন কোন পর্বতের মধ্যে অবস্থিত?
26) এশিয়ার সরলবর্গীয় বনভূমির অপর নাম কি?
27) তুন্দ্রা জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ হল (ম্যাপেল / উইলো /লাইকেন)।
28) ইয়াংসিকিয়াং অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ গুলি কি কি?
29) এশিয়ার একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখ?
30) কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম শাত-ইল-আরব?
31) দেশ প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়?
32) এশিয়ার সর্বাধিক বৃষ্টিবহুল স্থান কোনটি?
33) চীন দেশে জলবায়ুতে_______ গাছ বেশি চোখে পড়ে।
34) এশিয়া মহাদেশের জলবায়ু বৈচিত্রের তিনটি কারণ লেখ।
35) এশিয়া শীতকালীন বৃষ্টিপাত যুক্ত একটি দেশ হলো সৌদি আরব /সিরিয়া/ইরান/ থাইল্যান্ড।

1 comment:

  1. এখন এই ব্লগ পড়ে নাও। এরপরে থেকে কিছু আমি প্রশ্ন দেবো ।

    ReplyDelete

শিক্ষক দিবস

শিক্ষক দিবস Teacher's Day আজকে শিক্ষক দিবস। আজকেই আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন। রাষ্ট্রপতি হলেও তিনি একজন ...