শিক্ষক দিবস
Teacher's Day
আজকে শিক্ষক দিবস। আজকেই আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন। রাষ্ট্রপতি হলেও তিনি একজন শিক্ষক ছিলেন।
আজকের দিনটিকে শিক্ষক দিবস হিসেবে আমরা পালন করি।
একজন শিক্ষক হলেন friend, philosopher এবং guide ।
আমি আমার ছোট্ট 15 বছরের শিক্ষকতার জীবনে দেখেছি যে সমস্ত ছাত্ররা ছাত্রীরা শিক্ষকদের সম্মান এবং তাদের আদর্শে অনুপ্রাণিত হয়েছে তারা জীবনে বহুদূর এগিয়ে গিয়েছে। এই ধারণা হয়তো আমার ভুলও হতে পারে। কিন্তু আমার বাস্তব সমীক্ষায় এটাই কঠিন ভবিতব্য।
এখানে শিক্ষক বলতে শুধুমাত্র কিন্তু তোমার স্কুলের শিক্ষক-শিক্ষিকা নন। এর সঙ্গে রয়েছেন
তোমার বাবা-মা তোমার পারিপার্শ্বিক বিভিন্ন গুরুজন, তোমার প্রাইভেট টিউটর ,সবাই তোমার শিক্ষক। কারণ তুমি তাদেরও কাছ থেকে কিছু না কিছু শিখেছ ।
এমনকি তোমার বন্ধুও একজন শিক্ষক।
আজকে এই শিক্ষক দিবসে আমার একটা জিনিসই তোমাদের কাছে বলার সেটা হল অনেক বেশি করে বই পড়তে হবে। পড়ার বাইরে সিলেবাসের বাইরে। দৈনন্দিন বিভিন্ন ঘটনাবলী তথা পারিপার্শ্বিক পরিবেশ থেকে আমাদের শিখতে হবে।
যেমন আমরা পিঁপড়েদের বিভিন্ন কার্যকলাপ থেকে বুঝতে পারি তারা কিভাবে একে অপরকে সাহায্য করে এবং দলগত ভাবে কাজ করে।
সবশেষে বলি এমন কিছু কাজ করো যাতে সমাজের উপকার হয় অথবা উপকার করতে না পারো কারো ক্ষতি করার চেষ্টা করো না।
আর এই করোনা আবহে তোমরা সুস্থ থাকো। এবং অবশ্যই তোমারা ভালো এবং খারাপের পার্থক্যটা বোঝার চেষ্টা করো।
সবাইকে শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল।