Thursday, April 30, 2020

সম্পদ কাকে বলে ?

সম্পদ 
Resource
নবম শ্রেণী
Part -1



What is the Resources ?

আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আশা করি তোমারা ভালো আছো ।
আজকে পড়ানোর বিষয় সম্পদ বা রিসোর্স। 
আর আমি তোমাদের সঙ্গে রয়েছি রাজেশ স‍্যার 
তোমরা ইতিমধ্যেই সম্পদ  সম্পর্কে স্যার-ম্যাডামদের কাছ থেকে ক্লাসে কিছু ছশিখেছো । আশা করি তোমরা এই চ্যাপ্টারটা সম্পর্কে বুঝতেও পেরেছ এবং বইতে খুঁটিয়ে পড়ে তোমরা আরো অনেক অনেক তথ্য এবং জ্ঞান অর্জন করেছো।
 আজকে আমি এই চ্যাপ্টারটা সম্পর্কে আরেকটু সংক্ষিপ্ত আকারে তোমাদের কাছে ব‍্যাখ‍্য দেবো। যাতে তোমরা আরো বেশি করে এই সম্পদ বিষয় সম্পর্কে বুঝতে পারো যদিও সম্পদ বিষয়টা খুব ইন্টারেস্টিং  এবং এই ভিডিওটা দেখার পরে আশা করি আরো কিছু তথ‍্য তোমরা জানবে ।
এবার চলে আসি আমাদের মূল বিষয়ে।

 দেখো আমার কাছে কয়েকটা জিনিস রয়েছে যার মধ্যে একটা ঘড়ি, একটা পুরনো পেনসিল ব্যাটারি, একটা খারাপ হয়ে যাওয়া  মোবাইল ও ১০০ টাকা ।
 এগুলোর মধ্যে কোনগুলো সম্পদ এবং কোনটা সম্পদ নয় তোমরা অবশ্যই বলতে পারবে । 
তোমরা ভিডিওটা থামিয়ে  কমেন্ট সেকশনে উত্তরটা লেখ ।

 তাহলে সম্পদ মানে কি ?
যা আমাদের কাজে লাগে।
যা আমাদের চাহিদা মেটায় ।
তাকেই বলে হয় সম্পদ ।
আর যদি আমি ভূগোলের ভাষায় বলি ,

তাহলে বলতে হয় সালটা ছিল  1951।একটা বই প্রকাশিত হয় । নাম ছিল ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ । এই বইতে জিমারম‍্যান নামে এক বিজ্ঞানী  সম্পদ সম্পর্কে বলেছিলেন ----
সম্পদ কোন পদার্থ নয় । কোন বস্তু বা পদার্থ যে কাজ করে বা সেই বস্তুর মধ্যে  যে কাজ করার শক্তি রয়েছে তাই হল সম্পদ।
অর্থাৎ সম্পদ হল পদার্থের সেই কাম‍্য শক্তি যা মানুষের অভাব মোচন করে এবং চাহিদাও মেটায় ।
এখানে বস্তু বা পদার্থ নয় ।
বলতে বোঝায় ?
যেমন কয়লা একটি বস্তু এবং সম্পদ ।
কিন্তু সূর্যালোক সম্পদের অন্তর্ভুক্ত হলেও  সূর্যালোক কিন্তু কোন পদার্থ নয় । এই সাধরন পার্থক্যটা  তোমাদের বুঝতে হবে ।
এখান থেকে তোমরা আরেকটা তথ‍্য জেনে নাও সেটা হচ্ছে বিজ্ঞানী জিমারম্যান জার্মানির একজন বিখ্যাত সম্পদ বিশারদ ।তোমাদের কিছু তথ্য জানার এই ছবিটি শেয়ার করলাম ।

দেখো সম্পদ সম্পর্কে এরকম অনেক সংজ্ঞা রয়েছে ।যেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে ।যেমন 
 বসুন্ধরা সম্মেলন বা আরথ সামিটে সম্পদের সংজ্ঞা কে নতুন ভাবে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
ওই সম্লেলনের বক্তব্য ছিল
পরিবেশের যা কিছু বস্তু তার কার্যকারিতার মাধ্যমে মানুষের চাহিদা পূরণের সঙ্গে সঙ্গে জীবমন্ডলের সংরক্ষণকেও সুনিশ্চিত করে তাকেই বলা হবে সম্পদ ।
তোমাদের মধ্যে নিশ্চয়ই নতুন একটা প্রশ্ন মনের ভিতর উঁকি দিচ্ছে।
সেটা হলো বসুন্ধরা সম্মেলন কি  ? 

বসুন্ধরা সম্মেলন হল  ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে 1992 সালে অনুষ্ঠিত হয়েছিল বিভিন্ন দেশের 178 জন প্রতিনিধিদের নিয়ে গঠিত একটা পরিবেশ সম্পর্কিত  সম্মেলন ।
ম‍্যাপের মধ্যে একবার দেখে নাও এই শহরটা কোথায় ?
এই হল আমাদের প্রিয় ভারতবর্ষ এখান থেকে পশ্চিমে দক্ষিন আমেরিকা মহাদেশ ।এই মহাদেশের পৃর্ব দিকে ব্রাজিল ও ব্রাজিলের একেবারে পৃর্ব উপকূলে এই রিও ডি জেনিরো শহর ।
এখানে তোমাদের আরেকটা জিনিস খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে সেটা হচ্ছে জিমারম্যান যে সংজ্ঞা দিয়েছিলেন এবং বসুন্ধরা সম্মেলন এর সংজ্ঞা তার মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে পার্থক্যটা তোমরা আশা করি  বুঝতেও পেরেছো তাই তো ?
পার্থক্যটা হল এর মধ্যে জীবমন্ডলের সংরক্ষণের কথাটি উল্লেখ করা হয়েছে।
 অর্থাৎ বর্তমান যুগে সম্পদ উত্তোলন করতে গিয়ে আমরা এমন কিছু কাজ করব না যাতে আমাদের পরিবেশে যে জীব বৈচিত্র আছে তার সংরক্ষন ব্যাহত হয় এবং পরিবেশের ক্ষতি হয় ।
যেমন উড়িষ্যার পস্কোতে যে লৌহ খনি রয়েছে প্রাথমিকভাবে পরিবেশের অবনমন এর কারণে এখান থেকে লৌহ উত্তোলন বন্ধ করা হয়েছিল অর্থাৎ সম্পদ উত্তোলন করতে গিয়ে আমরা এমন কোন কাজ করব না যাতে পরিবেশের ক্ষতি বা অবনমন ঘটে।
 তাহলে আশা করি যে সম্পদের সংজ্ঞা কিরকম হবে তা বুঝতে পেরছো ।

 এবার আমরা জানব যে সম্পদের উদাহরণ গুলো কি ? দেখো পরিবেশের অনেক কিছুই পড়ে রয়েছে যেগুলোকে আমরা সম্পদ বলতে পারি যেমন ধরো কয়লা খনিজ তেল সূর্য এমনকি তোমার বাড়িঘর রাস্তাঘাট স্কুল টাকা-পয়সা প্রভৃতিও কিন্তু সম্পদ ।
 তাহলে আমারা সম্পদ সম্পর্কে একটা সংক্ষিপ্ত  ধারণা করতে পারলাম তো ?
এবার তাহলে জেনে নেওয়া যাক কি কি বৈশিষ্ট্য থাকলে তবেই তাকে বলা হবে সম্পদ ?
 প্রথমত তাকে মানুষের প্রয়োজনে লাগতে হবে এবং তার চাহিদা মেটানোর ক্ষমতা থাকতে হবে ।
 দ্বিতীয়ত এর কার্যকারিতা ক্ষমতা থাকবে অর্থাৎ এর অভাব মোচনের ক্ষমতাও থাকতে হবে ।
 তৃতীয়ত এর যথেষ্ট গ্রহণযোগ্যতা থাকবে।
আর  চতুর্থত এটা সহজে যাতে আহরণ করা যায় সেই বৈশিষ্ট্য যেন থাকে ।
যেমন ধরো কয়লা পশ্চিমবঙ্গের রানীগঞ্জে পাওয়া যায় ।আবার হিমালয় পর্বতের নিচেও প্রচুর কয়লার সঞ্চয় রয়েছে কিন্তু রাণীগঞ্জ থেকে সহজেই কয়লা উত্তোলন করা যায় কিন্তু হিমালয় থেকে কয়লা আহরণ করা কষ্টসাধ্য এবং তা উত্তোলন করা গেলেও তার খরচ হবে বহুগুন বেশি।
 সুতরাং হিমালয় পর্বত এর পরিপ্রেক্ষিতে কিন্তু কয়লা সম্পদ নয় কিন্তু রানীগঞ্জের কয়লা অবশ্যই অবশ্যই সম্পদ।
এবার আসি প্রথমে করা সেই প্রশ্নটা ।
আশা করি যে পুরনো মোবাইলটা রয়েছে সেটাকে তুমি তোমরা সম্পদ বলবে না কারণটা হল এর কোন কার্যকারিতা নেই। 
কিন্তু আমার হাতে যে টাকাটা রয়েছে সেটা কিন্তু সম্পদ কেন না এর গুরুত্ব বা কার্যকরীতা রয়েছে। 
টাকাটা দিয়ে আমি বাজার করতে পারি এবং এই টাকাটা দিয়ে আরও আমার কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে পারি তাই টাকাটা সম্পদ কিন্তু পুরনো খারাপ হয়ে যাওয়া মোবাইলটা কিন্তু কখনোই সম্পদ নয়।
দেখো পরিবেশে এমনই কিছু বস্তু পড়ে আছে যেগুলো আমাদের এখন হয়তো কাজে লাগছে না কিন্তু ভবিষ্যতে এগুলো  সম্পদ হলেও হতে পারে ।

 দেখো এর থেকেও আমরা আর একটা নতুন  একটা তথ্য জেনে নেব
সেটা হল নিরপেক্ষ সম্পদ কি?
 নিরপেক্ষ সম্পদ হলো প্রকৃতির মধ্যে যে সকল পদার্থ মানুষ ব্যবহার করতে পারে না তা হলো নিরপেক্ষ সম্পদ যেমন ধরো আন্টার্টিকার ভেতরে জমে থাকা খনিজ পদার্থ একপ্রকার নিরপেক্ষ সম্পদ ।
 তাহলে আমরা আজকে জানতে পারলাম সম্পদ কি বা কাকে বলে ? সম্পদের বিভিন্ন সংজ্ঞা সম্পদের বৈশিষ্ট্য । এবং নিরপেক্ষ সম্পদ কাকে বলে ?
 আমি ভিডিওটা আর দীর্ঘায়িত করব না । 
পরবর্তী ভিডিওতে আমি সম্পদ সৃষ্টির উপাদান ,সম্পদের কার্যকারিতার তত্ত্ব  এবং সম্পদের শ্রেণীবিভাগ সম্পর্কে আবার এরকমই ভাবেই পডেমোষ্টেশান দেওয়ার চেষ্টা করব।
 তোমরা ভালো থেকো ।আরও পড়াশোনা করো ।
 এবার  আমি কিছু প্রশ্ন দেবো সেই প্রশ্নগুলোর তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস্ করবে এবং উত্তর লিখে রাখবে। 
গুডবাই । take care ..




ক.সঠিক উত্তরটি নির্বাচন করো
১ ) জিমারম্যানের ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বইটি  প্রকাশিত হয়েছিল
(a)1951 (b)1952 (c)1953
2) বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 
(a)1992 (b)1993 (c)1994 (d)1995
3) জিমারম্যান ছিলেন একজন 
(a)অর্থনীতিবিদ (b) সম্পদবিশরদ (c)রাজনৈতিক ব্যক্তিত্ব (d) সমাজকর্মী ।

খ.ঠিক ভুল নির্ণয় করো।
4) মানুষের কাজ করার শক্তিকেই সম্পদ বলে।
৫) সহজে সম্পদ আহরণ করা সম্পদের একটি অন্যতম বৈশিষ্ট্য।
৬) কোন বস্তুর কার্যকারিতা কি সম্পদ বলে ।
7) সম্পদ হতে গেলে তাকে অবশ্যই কোন পদার্থ হতে হবে ।

গ. নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
8) জিমারম্যান দ্বারা সম্পদের সংজ্ঞা দাও।
9) বসুন্ধরা সম্মেলন কোন বিষয়টির ওপর বেশি গুরুত্ব দেয়া হয়েছিল ?
10) সম্পদের প্রধান বৈশিষ্ট্য গুলো কি কি ?
11) সম্পদের কয়েকটি উদাহরণ দাও।
12) সম্পদ আহরণ করতে গিয়ে আমরা কোন কোন বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেব?
13) সূর্যালোকে আমরা কেন সম্পদ বলি?
14) আর্থ  সামিট ব্রাজিলের কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল ?
15) আন্টার্টিকা মহাদেশ যে বিপুল পরিমাণ সম্পদ সঞ্চিত রয়েছে তাকে আমরা কি সম্পদ বলবো?
16) অন্যান্য সম্পদের থেকে বসুন্ধরা সম্মেলনের  সম্পদের সংজ্ঞা কেন আলাদা ?
17) হিমালয় পর্বতের নিচে সঞ্চিত কয়লা কে কেন আমরা সম্পদ বলবো না?
18) জিমারম্যান দ্বারা লিখিত একটি বইয়ের নাম লেখ।


শিক্ষক দিবস

শিক্ষক দিবস Teacher's Day আজকে শিক্ষক দিবস। আজকেই আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন। রাষ্ট্রপতি হলেও তিনি একজন ...